বস্তুর ধর্ম ধারন করে এমন ক্ষুদ্রতম কণিকার নাম-
A অণু
B পরমাণু
C কণা
D মৌল
Solution
Correct Answer: Option A
- বস্তুর ধর্ম ধারন করে এমন ক্ষুদ্রতম কণিকার হচ্ছে অনু। পরমাণু বস্তুর ধর্ম ধারণ করতে পারে না। কারন বস্তু তখন তার উপাদান মৌলে বিশ্লিষ্ট হয়।
- যেমন পানির ধর্ম হাইড্রোজেন অথবা অক্সিজেন ধারণ করে না। বরং পানির অনু H2O পানির ধর্ম ধারণ করে।