২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ২৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি ২ টি একত্রে বাজবে?
A ২০ মিঃ পর
B ৩০ মিঃ পর
C ৫০ মিঃ পর
D ১০০ মিঃ পর
Solution
Correct Answer: Option C
- ১০ ও ২৫ এর ল, সা, গু = ২×৫×৫ = ৫০
- সুতরাং ৫০ মিনিট পর ঘড়ি দিটি আবার একত্রে বাজবে।