একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 25 বর্গফুট। যদি এর উচ্চতা 2 ফুট এবং সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য একটি অপরটির তুলনায় 1 ফুট বেশি হয় তাহলে দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত? 

A 10 ফুট

B 12 ফুট

C 13 ফুট

D 25 ফুট

Solution

Correct Answer: Option C

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) x (a + b) x  h
এখানে, ধরি, বাহু a = X ফুট 
                অপর বাহু b = (X+1) ফুট 
                উচ্চতা, h = 2 ফুট 
∴ 25 = (1/2) (X+X+1)2
⇒ 2X+1 = 25 
⇒ 2X = 24
⇒ X = 12
∴ দীর্ঘতম বাহু = X+1
                  = 12+1
                  = 13 ফুট 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions