কোনটি 'লিভিং ফসিল' বা জীবন্ত জীবাশ্ম?

A সাইকাস

B ফার্ন

C স্পাইরোগাইরা

D মাশরুম

Solution

Correct Answer: Option A

- সাইকাস (Cycas) কে ‘লিভিং ফসিল’ বা জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ এটি পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদগুলোর একটি, যা ডাইনোসরের যুগেও (মেসোজোয়িক যুগ) বিদ্যমান ছিল।
- এখনও এর গঠন ও বৈশিষ্ট্যে তেমন কোনো পরিবর্তন হয়নি।
- অর্থাৎ, এটি লুপ্তপ্রায় প্রাগৈতিহাসিক উদ্ভিদের জীবন্ত প্রতিনিধি হিসেবে টিকে আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions