Solution
Correct Answer: Option C
- সাইকাস (Cycas) উদ্ভিদকে ‘পাম ফার্ন’ (Palm Fern) বলা হয়, কারণ এর চেহারা দেখতে তালের মতো (Palm-like) হলেও এটি প্রকৃতপক্ষে একটি অপুষ্পক উদ্ভিদ (Gymnosperm)।
- এর পাতাগুলো ফার্নের পাতার মতো এবং গঠনগতভাবে প্রাচীন যুগের উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।
- তাই একে “পাম ফার্ন” নামে অভিহিত করা হয়।