Solution
Correct Answer: Option D
- বাঁশ (Bamboo) পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ হিসেবে পরিচিত। কিছু প্রজাতির বাঁশ দিনে প্রায় ৯১ সেন্টিমিটার (প্রায় ৩ ফুট) পর্যন্ত লম্বা হতে পারে।
- এটি একটি ঘাসজাতীয় (Gramineae) উদ্ভিদ, যা কাঠের মতো শক্ত হলেও আসলে ঘাসের পরিবারভুক্ত।
- দ্রুত বৃদ্ধি, দৃঢ়তা ও পরিবেশবান্ধব গুণের জন্য বাঁশকে “Green Gold” বা “সবুজ সোনা” বলা হয়।