Solution
Correct Answer: Option A
- Funaria একটি মস জাতীয় (Moss) উদ্ভিদ, যা ব্রায়োফাইটা (Bryophyta) বিভাগভুক্ত।
- এ ধরনের উদ্ভিদের ফুল ও ফল হয় না, এবং এরা স্পোরের মাধ্যমে প্রজনন করে।
- Funaria সাধারণত স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়।
অন্য বিকল্পগুলো —
- Agaricus → একটি ছত্রাক (Fungus),
- Spirogyra → একটি শৈবাল (Algae),
- Pteris → একটি ফার্ন বা টেরিডোফাইট (Pteridophyte)।