Solution
Correct Answer: Option B
- যে সকল উদ্ভিদের বীজ ফলের ভেতরে ঢাকা থাকে, তাদের আবৃতবীজী উদ্ভিদ বলা হয়।
- আমের বীজ ফলের মাংসল অংশের ভেতরে আবৃত থাকে, তাই আম একটি আবৃতবীজী উদ্ভিদ।
অন্যদিকে,
- সাইকাস ও পাইনাস হলো নগ্নবীজী উদ্ভিদ, কারণ এদের বীজ অনাবৃত থাকে।
- মস অপুষ্পক উদ্ভিদ।