একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. হলে, এর আয়তন কত?
A 25 ঘন সে.মি.
B 150 ঘন সে.মি.
C 75 ঘন সে.মি.
D 125 ঘন সে.মি.
Solution
Correct Answer: Option D
ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হলো: (বাহুর দৈর্ঘ্য)³।
এখানে, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a = ৫ সে.মি.।
সুতরাং, ঘনকের আয়তন
= (৫)³ ঘন সে.মি.
= ৫ × ৫ × ৫ ঘন সে.মি.
= ১২৫ ঘন সে.মি.।