নিচের কোন গণিতবিদ সেট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা প্রদান করেন?

A কার্ডোবা

B জর্জ ক্যান্টর

C জেমস আর, নিউম্যান

D ক্যাটলেট

Solution

Correct Answer: Option B

সেট তত্ত্ব তথা set theory-র জন্মদাতা হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (Georg Cantor)। তিনি প্রথমবারের মতো ১৮৭০-এর দশকে “সেট”-এর ধারণা গাণিতিকভাবে প্রতিষ্ঠিত ও বিশ্লেষণ করেন এবং এটিকে স্বতন্ত্র একটি শাখা হিসেবে গড়ে তোলেন। ক্যান্টরের গবেষণা থেকেই আধুনিক সেট তত্ত্বের সূচনা হয় এবং সেট, উপসেট, কার্ডিনালিটি (set-এর মাপ) ইত্যাদি ধারণার ভিত্তি স্থাপিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions