'অরিজিন অব স্পেসিস' গ্রন্থটির প্রণেতা কে?
A জন ডাল্টন
B হার্বাট স্পেনসার
C চার্লস ডারউইন
D বেনজামিন ফ্রাঙ্কলিন
Solution
Correct Answer: Option C
✔ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারনা দেন।
✔১৮৫৯ খ্রিস্টাব্দে তার আলোড়ন সৃষ্টিকারি গ্রন্থ " Origin of Species" এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।