Solution
Correct Answer: Option D
- আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে Penicillium notatum নামক এক ধরনের ছত্রাক (ফাঙ্গাস) থেকে পেনিসিলিন (Penicillin) নামের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন, তার ল্যাবের এক পেট্রিডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ওই ছত্রাকটি থামিয়ে দিয়েছে। -
- পরে গবেষণা করে দেখা যায়, এই ছত্রাক থেকে উৎপন্ন পদার্থটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম — সেটিই ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন।
- এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায় এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করে।
তাই আলেকজান্ডার ফ্লেমিংকে “Antibiotic-এর জনক” বলা হয়।