Solution
Correct Answer: Option B
- হোমিওপ্যাথির (Homeopathy) আবিষ্কারক হলেন জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann), পুরো নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যান (Christian Friedrich Samuel Hahnemann)।
- ১৭৯৬ সালে তিনি এই বিকল্প চিকিৎসা পদ্ধতির সূচনা করেন।
- এর মূলনীতি হলো "Similia Similibus Curentur" অর্থাৎ "সদৃশ সদৃশকে আরোগ্য করে"।
- এই নীতি অনুসারে, কোনো সুস্থ ব্যক্তির শরীরে যে পদার্থ প্রয়োগ করলে যে ধরনের লক্ষণ দেখা দেয়, সেই একই পদার্থ স্বল্প মাত্রায় প্রয়োগ করে সমলক্ষণযুক্ত অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা সম্ভব।