যদি কোনো ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটিও কীরূপ হবে?
A পরস্পর অসমান
B পরস্পর সমান
C পরস্পর পূরক
D পরস্পর সম্পূরক
Solution
Correct Answer: Option B
- এটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি মৌলিক বৈশিষ্ট্য।
- যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
- এই সমান বাহু দুটির বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হয়।
- এই সমান কোণ দুটিকে সাধারণত ভূমি সংলগ্ন কোণ বলা হয়।