-মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন দ্বি-অবতল ও চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়। -মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস বা ১২০ দিন। লোহিত রক্ত কণিকার প্রধান কাজ গুলি হল- 1) অক্সিজেন কার্বন-ডাই-অক্সাইড পরিবহনের সাহায্য করা। 2) রক্তের সক্রিয়তা বজায় রাখা। 3) অম্ল বা ক্ষার সমতা বজায় রাখা। 4) রক্তের পজেটিভ বা ধনাত্মক ও নেগেটিভ বা ঋণাত্মক আয়নের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions