কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে ?

A  পেশি কোষে 

B  রক্তকোষে 

C    জনন কোষে

D লিভার কোষে

Solution

Correct Answer: Option A

-ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।
-প্রাণীদেহে পেশীকলা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কাজ করে।
-পেশীকোষগুলির ভেতরে অ্যাকটিন ও মায়োসিন নামের প্রোটিনশৃঙ্খল থাকে যেগুলি একে অপরের সাথে ঘেঁষে পিছলে যেতে পারে।
-পেশিকোষে একাধিক নিউক্লিয়াস থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions