মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন ?
Solution
Correct Answer: Option B
✔মাইট্রোকন্ড্রিয়া কোষের শ্বষন অঙ্গাণু।শ্বষনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় ।
মাইট্রোকন্ডিয়ায় ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড ,সামান্য পরিমানে আর এন এ এবং ডি এন এ ,ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে।আদিকোষে এটি অনুপস্থিত।
✔শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া এর অভ্যন্তরে ঘটে থাকে বলে মাইট্রোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বলা হয়।