Solution
Correct Answer: Option B
-অসমোসিস শব্দটির অর্থ অভিস্রবণ।
-একই বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা এবং একই দ্রাবক (পানি) বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা হতে এর কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হয়, সেই প্রক্রিয়াকে অভিস্রবণ বা অসমোসিস বলে।