পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত?
A ৩ লিটার
B ৫ লিটার
C ৬ লিটার
D ৮ লিটার
Solution
Correct Answer: Option C
-মানুষের বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে এবং ডায়াফ্রামের ঠিক উপরে হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের মতো দুটি ফুসফুস অবস্থিত।
-ফুসফুসে ৬ লিটার বায়ু ধরে।