মানুষের দুধ দাঁত কয়টি থাকে ?
Solution
Correct Answer: Option B
- বাচ্চার বয়স প্রায় ছয় বছর বা তার কাছাকাছি হলে স্থায়ী দাঁত আসা শুরু করে ।
- ১১-১২ বছর বয়সে সব দুধদাঁত পরে গিয়ে স্থায়ী দাঁত চলে আসে।
- ছোট বাবুদের দাঁত সাধারণত জন্মের প্রায় ৬ মাস বয়স থেকে উঠা শুরু করে। এসময়ে বাচ্চা বুকের দুধ খেয়ে থাকে বলে এসময়ে ওঠা দাঁত গুলোকে সাধারণভাবে দুধ দাঁত বলা হয়ে থাকে।