স্বর্ণ ও রূপা মিশিয়ে একটি ৩০ গ্রাম ওজনের গয়না তৈরি করা হয়েছে। ঐ গয়নায় স্বর্ণের ওজন ২৫ গ্রাম হলে রুপার ওজনের অনুপাত কত ?
Solution
Correct Answer: Option D
গয়নাটির মোট ওজন ৩০ গ্রাম।
এতে স্বর্ণের ওজন আছে ২৫ গ্রাম।
সুতরাং, রুপার ওজন হবে মোট ওজন থেকে স্বর্ণের ওজন বাদ দিলে যা থাকে, অর্থাৎ:
রুপার ওজন = (৩০ - ২৫) গ্রাম = ৫ গ্রাম।
এখন, স্বর্ণ ও রুপার ওজনের অনুপাত হলো:
২৫ : ৫
এই অনুপাতটিকে সরলীকরণ করলে (উভয় সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে) আমরা পাই:
৫ : ১
এখানে স্বর্ণের অনুপাত ৫ এবং রুপার অনুপাত ১। প্রশ্ন অনুযায়ী, রুপার ওজনের অনুপাত হলো ১।