মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের-
A এক-চতুর্থ অংশ ধ্বংস হয়ে গেলে
B অর্ধেক ধ্বংস হয়ে গেলে
C এক-তৃতীয় অংশ ধ্বংস হয়ে গেলে
D এক-চতুর্থ অংশ বেড়ে গেলে
Solution
Correct Answer: Option A
মানুষের মস্তিষ্ক Cerebrum,Cerebellum এবং Brain Stem নিয়ে গঠিত ।স্নায়ুকোষের মাধ্যমেই মস্তিষ্ক উদ্দিপনা গ্রহন করে যথাস্থানে পৌছায়।উদ্দিপনা পৌছানোর আগে ধ্বংশ হয়ে গেলে এর ক্ষমতা ক্ষয় হতে থাকে। স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে।