চৈতন্যদেবের সভাকবি না হয়েও চৈতন্য-পূর্ব যুগে কোন কবি বাংলায় ভাগবতকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী?
A কৃত্তিবাস ওঝা
B মালাধর বসু
C বড়ু চণ্ডীদাস
D জ্ঞানদাস
Solution
Correct Answer: Option B
- চৈতন্য মহাপ্রভুর জন্মের আগেই বাংলায় ভাগবত পুরাণকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার কৃতিত্ব মালাধর বসুর।
- তিনি পঞ্চদশ শতকে ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অবলম্বনে 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন।
- এটিই বাংলা ভাষায় প্রথম ভাগবতের অনুবাদ এবং শ্রীকৃষ্ণ বিষয়ক প্রথম কাব্য।
- এই কাব্য রচনার জন্য তৎকালীন গৌড়ের সুলতান রুকনুদ্দিন বারবক শাহ তাঁকে 'গুণরাজ খান' উপাধিতে ভূষিত করেন।
- মালাধর বসুর সুললিত ও সাবলীল অনুবাদের ফলেই ভাগবতের কৃষ্ণ-কাহিনী বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় এবং পরবর্তী বৈষ্ণব আন্দোলনের পথকে সুগম করে তোলে।