দৌলত উজির বাহরাম খান কার কাব্য অবলম্বনে 'লায়লী-মজনু' রচনা করেন?
A পারস্যের কবি ফেরদৌসী
B পারস্যের কবি হাফিজ
C পারস্যের কবি নিজামী
D পারস্যের কবি জামি
Solution
Correct Answer: Option D
- দৌলত উজির বাহরাম খান বিরচিত লায়লী-মজনু কাব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে।
- পারসিয়ান কবি জামির 'লায়লা ওয়া মজুনুন' থেকে বাংলায় 'লায়লী -মজনু' নামে অনুবাদ করেন দৌলত উজির বাহরাম খান ।
- এর উৎস ইরানকেন্দ্রিক আরবি লোকগাঁথা ।