বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত, আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে -
A ০.১০ মিলিগ্রাম
B ০.০০১ মিলিগ্রাম
C ০.০১ মিলিগ্রাম
D ১.০১ মিলিগ্রাম
Solution
Correct Answer: Option C
আর্সেনিকের বিপদ একেবারে ঘাড়ের উপর এসে পড়ার আগে জেনে নেওয়া জরুরি এই যৌগের নিরাপদ মাত্রা কতটা। নিরাপদ মাত্রা জানা থাকলে, সেই সীমা টপকানোর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক নিরাপদ উপস্থিতির মাত্রা নির্ধারণ করেছে ১০ পিপিবি বা ০.০১ মাইক্রোগ্রাম/লিটার। পশ্চিমবঙ্গের আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে পানীয় জলে আর্সেনিকের পরিমাণ এর চেয়ে বেশি। পশ্চিমবঙ্গে টিউবওয়েলের জলে আর্সেনিকের সর্বাধিক পরিমাণ পাওয়া গেছে ৩৮,০০০ মাইক্রোগ্রাম/লিটার।