ইয়ংবেঙ্গল গোষ্ঠীর সদস্যদের দ্বারা প্রকাশিত পত্রিকা কী কী ছিল?
A 'সংবাদ প্রভাকর' ও 'তত্ত্ববোধিনী'
B 'বঙ্গদর্শন' ও 'সোমপ্রকাশ'
C 'এনকোয়ারার' ও 'জ্ঞানান্বেষণ'
D 'দিগদর্শন' ও 'সমাচার দর্পণ'
Solution
Correct Answer: Option C
- উনিশ শতকের বাংলায় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে হিন্দু কলেজের একদল মুক্তমনা, যুক্তিবাদী ও প্রগতিশীল ছাত্র 'ইয়ংবেঙ্গল' বা 'নব্যবঙ্গ' গোষ্ঠী নামে পরিচিতি লাভ করে।
- তারা প্রচলিত হিন্দুধর্মের গোঁড়ামি, কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নিজেদের মতাদর্শ প্রচার এবং জনমত গঠনের উদ্দেশ্যে ইয়ংবেঙ্গল গোষ্ঠীর সদস্যরা ১৮২৮ থেকে ১৮৪৩ সালের মধ্যে বেশ কিছু পত্রিকা প্রকাশ করেন।
'এনকোয়ারার' ও 'জ্ঞানান্বেষণ' পত্রিকা:
এনকোয়ারার (The Enquirer):
- ইয়ংবেঙ্গল গোষ্ঠীর অন্যতম সদস্য কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ১৮৩১ সালে এই ইংরেজি পত্রিকাটি শুরু করেন।
- এর মাধ্যমে তিনি হিন্দুধর্মের গোঁড়া প্রথার তীব্র সমালোচনা করেন।
জ্ঞানান্বেষণ (Jnananwesan):
- রসিককৃষ্ণ মল্লিকের সম্পাদনায় ১৮৩১ সালে এই দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) পত্রিকাটি প্রকাশিত হয়।
- এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল দেশবাসীকে শাসনব্যবস্থা ও আইনকানুন বিষয়ে শিক্ষিত করে তোলা।
- ইয়ংবেঙ্গল গোষ্ঠীর দ্বারা প্রকাশিত অন্যান্য পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 'পার্থেনন', 'হেসপেরাস', 'হিন্দু পাইওনিয়র', 'কুইল' এবং 'বেঙ্গল স্পেক্টেটর'।
অন্যদিকে,
- 'সংবাদ প্রভাকর' ও 'তত্ত্ববোধিনী': 'সংবাদ প্রভাকর' ১৮৩১ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রতিষ্ঠা করেন।'তত্ত্ববোধিনী পত্রিকা' ১৮৪৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন এবং এটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
- 'বঙ্গদর্শন' ও 'সোমপ্রকাশ': 'বঙ্গদর্শন' ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। 'সোমপ্রকাশ' পত্রিকাটি দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় ১৮৫৮ সালে প্রথম প্রকাশিত হয়।
- 'দিগদর্শন' ও 'সমাচার দর্পণ': 'দিগদর্শন' (এপ্রিল, ১৮১৮) ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী, যা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। 'সমাচার দর্পণ' (মে, ১৮১৮) ছিল প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র, যা শ্রীরামপুর মিশন থেকেই প্রকাশিত হয়েছিল।