এক ব্যক্তি সকালে ৬ কি.মি. /ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে ৪ কি.মি. /ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন এতে তার ১ ঘণ্টা বেশি লাগে । বাসা থেকে অফিসের দুরত্ব কত?

A ১০ কি.মি.

B ১২ কি.মি.

C ১৬ কি.মি. 

D ৮ কি.মি.

Solution

Correct Answer: Option B

মনে করি, বাসা থেকে অফিসের দুরত্ব x কিলোমিটার।
সকালে 6 কি.মি./ঘণ্টা বেগে x কিলোমিটার যেতে x/6 ঘণ্টা লাগে।
বিকেলে 4 কি.মি./ঘণ্টা বেগে x কিলোমিটার যেতে x/4 ঘণ্টা লাগে।

প্রশ্নানুযায়ী,
 x/6 - x/4 = 1
⇒ x/12 = 1
 ∴ x = 12
সুতরাং, বাসা থেকে অফিসের দুরত্ব 12 কিলোমিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions