১২০ জনের মধ্যে ৩০ জন ফেল করলে পাসের হার কত?

A ৪০%

B ২৫%

C ৮০%

D ৭৫%

Solution

Correct Answer: Option D

১২০ জনের মধ্যে ৩০ জন ফেল করলে, পাস করেছে=(১২০-৩০)= ৯০ জন।

১২০ জনে পাস করেছে= ৯০ জন
১     জনে পাস করেছে= ৯০/১২০ জন
১০০ জনে পাস করেছে= ৯০*১০০ /১২০জন
                           = ৭৫ জন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions