বড়ু চণ্ডীদাস রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অপর নাম কী?
Solution
Correct Answer: Option B
- শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য এবং বড় চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অপর নাম ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’৷ ‘শ্রীকৃষ্ণকীর্তন' নামটি রাখেন বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মােট তেরােটি খণ্ড আছে । যথা:
১. জন্ম খণ্ড,
২. তাম্বুল খণ্ড,
৩. দান খণ্ড,
৪. নৌকা খণ্ড,
৫. ভার খণ্ড,
৬. ছত্র খণ্ড,
৭. বৃন্দাবন খণ্ড,
৮. কালিয়দমন খণ্ড,
৯. যমুনা খণ্ড,
১০. হার খণ্ড,
১১. বাণ খণ্ড,
১২. বংশী খণ্ড,
১৩. বিরহ খণ্ড।