পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুণ?
Solution
Correct Answer: Option B
- সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের তুলনায় প্রায় ১৩ লক্ষ গুণ (১.৩ মিলিয়ন গুণ) বড়।
- এটি বোঝার জন্য, সূর্য এবং পৃথিবী উভয়কেই গোলাকার ধরে নিয়ে তাদের আয়তন নির্ণয়ের সূত্র (4/3)πr 3 ব্যবহার করা হয়।
- সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় ১০৯ গুণ, এবং আয়তন ব্যাসের কিউবের সমানুপাতিক হওয়ায় সূর্যের আয়তন পৃথিবীর তুলনায় এত বিশাল।
সুতরাং, সঠিক উত্তর B) ১৩,০০,০০০।