বৈষ্ণব পদকর্তা গোবিন্দদাসকে কে 'কবিরাজ' উপাধি প্রদান করেন?

A চৈতন্য মহাপ্রভু

B রূপ গোস্বামী

C নরোত্তম দাস

D শ্রীনিবাস আচার্য

Solution

Correct Answer: Option D

- বৈষ্ণব পদকর্তা গোবিন্দদাসকে 'কবিরাজ' উপাধি প্রদান করেন শ্রীনিবাস আচার্য।
- গোবিন্দদাস ছিলেন চৈতন্য-পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং তাঁকে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলেও অভিহিত করা হয়।
- তাঁর পদে বিদ্যাপতির প্রভাব থাকলেও, তিনি ভক্তি ও রসের গভীরতায় এক নতুন মাত্রা যোগ করেন।
- জীব গোস্বামী গোবিন্দদাসকে 'কবীন্দ্র' উপাধিতে ভূষিত করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions