দৌলত কাজীর 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যের অসমাপ্ত অংশ কে সমাপ্ত করেন?
A সৈয়দ সুলতান
B মাগন ঠাকুর
C আলাওল
D শাহ মুহম্মদ সগীর
Solution
Correct Answer: Option C
- সপ্তদশ শতকের বাঙালি কবি দৌলত কাজী আরাকান রাজসভার আশ্রয়ে-এ 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য রচনা শুরু করেন।
- এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে রচিত।
- কাব্যটি সমাপ্ত করার পূর্বেই দৌলত কাজীর মৃত্যু হয়।
- পরবর্তীকালে আরাকান রাজসভার আরেক বিশিষ্ট কবি আলাওল এই অসমাপ্ত কাব্যের সমাপ্তি ঘটান।