যদি ঘনক-ক এবং ঘনক-খ এর দৈর্ঘ্যের অনুপাত ২ঃ১ হয়, তা হলে এর তল দুটির অনুপাত কত?
 

A ১ঃ২ 

B ২ঃ১ 

C ৪ঃ১ 

D ৩ঃ১ 

Solution

Correct Answer: Option C

ধরি,কিউব ক এর সাইড ২x একক
  এবং কিউব খ এর সাইড  x একক
অতএব তল দুটির অনুপাত =৬(২x) ঃ৬(x)
                 =২৪x ঃ ৬x=৪ঃ১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions