লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত "মনের মানুষ" চলচ্চিত্রের পরিচালক কে?

A তানভীর মোকাম্মেল 

B গৌতম ঘোষ

C হুমায়ূন আহমেদ 

D তারেক মাসুদ 

Solution

Correct Answer: Option B

• মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
•  ভারত ও বাংলাদেশ-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০১০ সালে মুক্তি পায়।
•  ছবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অভিনয় করেছেন।
•   সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি, এতে লালন ফকিরের জীবন ও কর্মের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions