কোনো কারখানার সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option D
শব্দোত্তর তরঙ্গের ব্যবহার
-সমুদ্রের গভীরতা নির্ণয়, ডুবো জাহাজ, হিমশৈল ইত্যাদির অবস্থান জানতে।
- ধাতব পাত বা ধাতব খন্ডের মধ্যের সূক্ষ্ম ফাটল অনুসন্ধানে ।
- সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করতে।
-ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে ৷
-সাধারণভাবে মিশে না এমন (যেমন পানি-পারদ বা পানি-তেল) তরলসমূহের মিশ্রণ তৈরিতে।