শব্দ কতটা জোরে হচ্ছে বা আস্তে হচ্ছে সেটি নিচের কোনটি থেকে বুঝা যায়?
A গুণ
B জাতি
C তীব্রতা
D তীক্ষ্ণতা
Solution
Correct Answer: Option C
-শব্দের প্রাবল্য বা তীব্রতা: প্রাবল্য বা তীব্রতা বলতে শব্দ কতটা জোরে হচ্ছে তা বুঝায়। শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে কল্পিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।
-শব্দের প্রাবল্য যত বাড়বে শব্দ তত জোরালো হবে।