Solution
Correct Answer: Option A
-B.O.T বা B.T.U : তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান কিলোওয়াট ঘন্টা (kWh) এককে শক্তির পরিমাপ করে।
-সারা বিশ্বে তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান এ একক ব্যবহার করে।এজন্য এ একককে বোর্ড অব ট্রেড ইউনিট (Board Of Trade unit) বলে। সংক্ষেপে একে শুধু ইউনিট বলে।