অপসূর হল পৃথিবীর ও সূর্যের সর্বাধিক দূরত্বে অবস্থান । কখন অপসূর হয়?

A ৩ জানুয়ারি

B ৪ জুলাই

C ২১ মার্চ

D ১২ নভেম্বর

Solution

Correct Answer: Option B

- অপসূর (Aphelion): এটি সেই অবস্থান যখন পৃথিবী সূর্যের থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সাধারণত প্রতি বছর ৪ জুলাই তারিখে অপসূর হয়। এই সময় দূরত্ব থাকে প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি।

- অনুসুর (Perihelion): এটি সেই অবস্থান যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। সাধারণত প্রতি বছর ৩ জানুয়ারি তারিখে অনুসুর হয়। এই সময় দূরত্ব থাকে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।

- এই দূরত্ব পরিবর্তন ঋতু পরিবর্তনের প্রধান কারণ নয়। ঋতু পরিবর্তন মূলত পৃথিবীর অক্ষের ২৩.৫° কোণে হেলে থাকার কারণে ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions