বৈদ্যুতিক মোটরের গতি বৃদ্ধি করা যায় -
A তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে
B কুন্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করে
C শক্তিশালী চুম্বক ব্যবহার করে
D উপরের সবগুলো
Solution
Correct Answer: Option D
মোটরের গতি এবং শক্তি নিম্নোক্তভাবে বৃদ্ধি করা যায়ঃ
১। তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে।
২। কুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে।
৩। শক্তিশালী চুম্বক ব্যবহার করে।
৪। কুন্ডলীর ক্ষেত্রফল বৃদ্ধি করে।