Solution
Correct Answer: Option B
- যে পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না, প্রচুর সাবান খরচ করার পর ফেনা উৎপন্ন হয় তাকে খর পানি বলে।
- খর পানিতে ক্যালসিয়াম সালফেট, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম জাতীয় লবণ দ্রবীভূত থাকে।
- ডিটারজেন্ট হলো লবণ জাতীয় জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ।
- এটি খর পানিতেও উত্তম ফেনা দেয়।