নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?
Solution
Correct Answer: Option C
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর বাহু দুটির বর্গের সমষ্টির সমান।
সুতরাং,
(c^2) = (a^2) + (b^2)
যদি ত্রিভুজের বাহুগুলো 2, 4, 8 হয় তাহলে,
8^2 = 2^2 + 4^2
64 = 4 + 16
64 ≠ 20
সুতরাং, 2, 4, 8 বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব নয়।