Correct Answer: Option A
এখানে, ৮, ১০, ১২ এর ল, সা, গু = ২ × ২ × ২ × ৫ × ৩ = ১২০
১২০ জন ছাত্রকে ৮, ১০, ১২ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না।
বর্গাকারে সাজানোর জন্য ১২০ এর এমন গুণিতক নিতে হবে যেটা পূর্ণবর্গ
সুতরাং বর্গাকারে সাজানো যাবে = ১২০ × ২ × ৫ × ৩ = ৩৬০০ জন ছাত্রকে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions