Solution
Correct Answer: Option A
- 'সঞ্চয়ন' হলো কাজী মোতাহার হোসেনের প্রথম প্রবন্ধ সংকলন।
- কাজী মোতাহার হোসেন বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির উপর অনেক বই ও প্রবন্ধ লিখেছেন।
তার লেখা বইগুলোর মধ্যেঃ
- সঞ্চয়ন (১৯৩৭)(প্রবন্ধ সংকলন),
- নজরুল কাব্য পরিচিতি(১৯৫৫),
- সেই পথ লক্ষ্য করে(১৯৫৮),
- সিম্পোজিয়াম(১৯৬৫),
- গণিত শাস্ত্রের ইতিহাস(১৯৭০),
- আলোক বিজ্ঞান(১৯৭৪),
- নির্বাচিত প্রবন্ধ (১৯৭৬),
- প্লেটোর সিম্পোজিয়াম (অনুবাদ-১৯৬৫) অন্যতম।