৩২ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৫ ঃ ৩ । এতে আর কি পরিমাণ পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে ৪ ঃ ৫?
Solution
Correct Answer: Option C
৩২ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ=(৩২ এর ৫/৫+৩) লিটার
=২০ লিটার
∴৩২ " " পেট্রোলের " =(৩২ এর ৩/৫+৩) লিটার
=১২ লিটার
ধরি ,মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে ।
২০ ⦂ ১২+x = ৪ ⦂ ৫
বা,২০ /(১২+x)=৪/৫
বা, ৪৮+ ৪x = ১০০
∴ x = ১৩