৩২ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৫ ঃ ৩ । এতে আর কি পরিমাণ পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে ৪ ঃ ৫?

A ১০ লিটার

B ১২ লিটার

C ১৩ লিটার

D ১৫ লিটার

Solution

Correct Answer: Option C

৩২ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ=(৩২ এর ৫/৫+৩) লিটার
                                                =২০ লিটার

∴৩২    "      "   পেট্রোলের   "        =(৩২ এর ৩/৫+৩) লিটার
                                              =১২ লিটার

ধরি ,মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে ।

    ২০ ⦂ ১২+x = ৪ ⦂ ৫
বা,২০ /(১২+x)=৪/৫
বা, ৪৮+ ৪x = ১০০

 ∴  x = ১৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions