একটি চাকার ব্যাস ৪.২ মিটার, চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?

A ২৫ বার

B ৩০ বার

C ১৫ বার

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option D

চাকার ব্যাস ৪.২ মিটার হলে,
∴ ব্যাসার্ধ হবে ৪.২/২ = ২.১ মিটার।

চাকার পরিধি = ২πr = ২ × ৩.১৪ × ২.১ = ১৩.১৯ মিটার।

৩০০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে,
৩০০/১৩.১৯ = ২২.৮৭ ≈ ২৩ বার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions