'সাত নরী হার' কাব্যের রচয়িতা কে?

A আবদুল মান্নান সৈয়দ

B আবু জাফর ওবায়দুল্লাহ

C বেলাল চৌধুরী

D নির্মলেন্দু গুণ

Solution

Correct Answer: Option B

সাংবাদিক আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) পেশাগত জীবনে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ছিলেন। 
- পঞ্চাশ দশকের ক্যারিয়ারিস্ট জেনারেশনের চলতি রীতি ধরে তিনি ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি বাংলাদেশ সরকারের সচিব পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে কাজ করেন। 
- ১৯৮২ সালে আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগদান করেন। 
- ১৯৮৪ সালে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। 
- ১৯৯১ সালে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যাংককস্থ FAO কার্যালয়ে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে FAO থেকে অবসর গ্রহণের সময় তিনি এ প্রতিষ্ঠানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মহাপরিচালক ছিলেন। 
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো 
- সাত নরীর হার (১৯৫৫), 
- কখনো রং কখনো সুর (১৯৭০), 
- কমলের চোখ (১৯৭৪), 
- আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১), 
- সহিষ্ণু প্রতীক্ষা (১৯৮২), 
- প্রেমের কবিতা (১৯৮২), 
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা (১৯৮৩), 
- আমার সময় (১৯৮৭), - নির্বাচিত কবিতা (১৯৯১), 
- আমার সকল কথা (১৯৯৩), 
- মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions