‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ কত সালে, কোথা থেকে প্রকাশিত হয়?
A ১৯০৭ খ্রিস্টাব্দে, নেপাল থেকে
B ১৩২৩ বঙ্গাব্দে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
C ১৩১৬ বঙ্গাব্দে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
D ১৯২৩ খ্রিস্টাব্দে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
Solution
Correct Answer: Option B
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের মূল পুঁথিটি আবিষ্কার করেন।
- তিনি চর্যাপদের সাথে সরহপাদ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার্ণব নামক আরও তিনটি পুঁথি সম্পাদনা করেন।
- এই চারটি পুঁথি একত্রে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশিত হয়।
- এটি ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিস্টাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।