বাংলাসাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? 

A তসলিমা নাসরিন 

B সুফিয়া কামাল 

C বেগম রোকেয়া 

D জাহানারা ইমাম 

Solution

Correct Answer: Option C

-বেগম রোকেয়া একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
-তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী।
-রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে।
-সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯০২ সালে।
-স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ রোকেয়া নারীশিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন।
-তাঁর উলেখযোগ্য সাহিত্যকর্ম- পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, মতিচূর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions