বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
A ০ ডিগ্রি
B ৯৯.৯৮ ডিগ্রি
C ৪ ডিগ্রি
D ১০০ ডিগ্রি
Solution
Correct Answer: Option A
তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে
গলন বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু
করে সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। সমস্ত পদার্থ না গলা
পর্যন্ত এই তাপমাত্রা স্থির থাকে। ১ বায়ুমন্ডলীয় চাপে
বরফের গলনাঙ্ক ০° সেলসিয়াস।