‘নবচর্যাপদ’ কে সংগ্রহ করেন?

A হরপ্রসাদ শাস্ত্রী

B সুকুমার সেন

C মুহম্মদ শহীদুল্লাহ

D শশীভূষণ দাশগুপ্ত

Solution

Correct Answer: Option D

- 'নবচর্যাপদ' হলো চর্যাপদের পরবর্তী সময়ে আবিষ্কৃত একটি নতুন পুঁথি।
- ড. শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে এটি সংগ্রহ ও সম্পাদনা করেন।
- এটি ১৯৬৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
- অন্যদিকে, মূল চর্যাপদ সংগ্রহ করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions